২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে আটক

মতলবে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় সিআইডি’র ক্রাইম ইউনিটের পরিদর্শন

 কাজী নজরুল ইসলাম,চাঁদপুর, সমকালনিউজ২৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত কঁচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনায় সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত ১ অক্টোবর রাত ৮টার দিকে চট্রগ্রাম থেকে সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের ৬ সদস্যের একটি দল কঁচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলে এসে পৌঁছে। সিআইডি’র দলটি ফিংগার প্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

এ সময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ আহসান হাবিব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার আইচ, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলসহ থানার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে চোরের দল ওই স্কুলের অফিস কক্ষের পিছনের জানালা ভেঙ্গে ৩টি মূল্যবান লেপটপ, নগদ ১৮ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় ।

স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল জানান, চুরির ঘটনাটি স্কুল ম্যানেজিং কমিটিকে অবহিত করা হয়। পরে স্থানীয় প্রশাসনকেও জানানো হয়। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: আহসান হাবীব, মতলব পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন লিটন, থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার আইচ, ওসি (তদন্ত) মো: ইব্রাহিম খলিল, স্থানীয় কাউন্সিল কিশোর কুমার ঘোষসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সকল কর্মকর্তা, সদস্য কঁচি-কাঁচা মেলার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপর দিকে, এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মা’মলা দায়ের করেছেন।

 

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে