২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

মতলব দিবস আজ

 কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ সমকালনিউজ২৪

আজ ৯ আগস্ট ১৯১৮ সালের এইদিনে মতলব নাম করন হরে গেজেট ভুক্ত হয়। গেজেট নম্বর ২৩৮. শিক্ষা সংস্কৃতির পাদপীঠ উপ- মহাদেশের প্রাচীন জনপদের নাম মতলব।

১৮৫৮ খ্রিস্টাব্দে মতলব আউটপোস্ট ছিল ১৮৮৭ ‍খ্রিস্টাব্দে মতলব আউটপোস্ট হাজীগঞ্জ থেকে কেটে নেয়া হয়। ১৮৯৫ সালের মতলব কে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা হয়। ১৯১৮ সালের ৯ আগস্ট মতলব নাম করনটি গেজেট হয় নং ২৩৮. ১৯৮৪ সালে চাঁদপুর জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর মতলব উপজেলা হয়।

২০০০ সালে মতলব উপজেলাকে মতলব উত্তর এবং মতলব দক্ষিণ নামে দুইটি উপজেলা করা হয়। মতলব দক্ষিণ উপজেলার আয়তন ১৩১.৬৯ বর্গ কিলোমিটার। মতলব উত্তর উপজেলার আয়তন ২৭৭.৫৩ বর্গ কিলোমিটার। মতলব প্রথমে ত্রিপুরা জেলার পরে কুমিল্লা জেলার বর্তমানে চাঁদপুর জেলার অবস্থিত।

১৮৫৮ সালে ১১ টি থানা ১৫ টি আউটপোস্ট নিয়ে ত্রিপুরা জেলা গঠিত হয়।

১৯৬০ সালের ১লা অক্টোবর ত্রিপুরা জেলার নাম পরিবর্তন করে কুমিল্লা জেলা নাম করন, করা হয়। ১৮৭৮ইং চাঁদপুর মহকুমা হয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে