২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

মহানবী (সাঃ) এর কার্টুন তৈরী ও প্রদর্শনের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

  সমকালনিউজ২৪

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও ::

মহানবী হযরত মোহাম্মদ (সা.)এর কার্টুন তৈরী ও প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে শান্তিপূর্ন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ নভেম্বর সকাল ১০ টা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার সকল এলাকা থেকে প্রায় ১২ হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ বালিয়াডাঙ্গী ইক্ষু সেন্টারে জমায়েত হয়ে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল বের করে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে আসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ইক্ষু কেন্দ্রে গিয়ে প্রতিবাদ সভা পালন করে ৷

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় মুফতি শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাফেজ আক্তারুল ইসলাম, মুফতি আব্দুল আলীম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুর জামান, মুফতি হাফিজুর রহমান, রবিউল আওয়াল ও সমাজকর্মী মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু সহ বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিগণ ৷

বক্তাগণ মহামানব, মহানবী, নবী কুলের শিরোমনী হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন বন্ধ করাসহ সরিয়ে ফেলার আহবান জানান।

বক্তারা আরো বলেন, যদি কার্টুন ও প্রদর্শনী না সরিয়ে ফেলা হয় তাহলে ফান্সের সকল পণ্য বর্জন ও ফ্রান্সের দ্রুতাবাস ঘেরাও সহ অবিলম্বে বড় ধরনের কর্মসুচি ঘোষনা করা হবে ৷

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঠাকুরগাঁও বিভাগের সর্বশেষ
ঠাকুরগাঁও বিভাগের আলোচিত
ওপরে