১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

মাহমুদউল্লাহর ইমামতিতে মাঠেই নামাজ পড়লেন টাইগাররা

 খেলাধুলা ডেস্কঃ সমকালনিউজ২৪
মাহমুদউল্লাহর ইমামতিতে মাঠেই নামাজ পড়লেন টাইগাররা

লেস্টার সিটিতে প্রস্তুতি শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন কার্ডিফে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে এখানেই অনুশীলন পর্ব সারছেন টাইগাররা। শুক্রবার ছিল পবিত্র জুমার দিন। অনুশীলনের ফাঁকে মাঠেই নামাজ আদায় করেন তারা। তাতে ইমামতি করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিজেদের নামাজরত অবস্থার ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপলোড করেছেন তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা সবাই মাঠে নামাজ পড়লাম।’

মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে গেছে। ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এখন সেটি মুগ্ধতা ছড়াচ্ছে। টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে এটিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ছবি বলে আখ্যায়িত করছেন।

বাংলাদেশের সব মুসলিম ক্রিকেটার নামাজ পড়েন। সম্প্রতি এ তথ্য জানা যায়। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেন মাশরাফি বিন মুতর্জার মেয়ে হুমায়রা।

এর পুরস্কার বিতরণী মঞ্চে ওয়ানডে অধিনায়ক ও সাংসদ বলেন, বাংলাদেশ দলের মুসলিম সদস্যরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বিদেশ সফরে আমরা জামাতে নামাজ আদায় করি। সেখানে ইমামের দায়িত্ব পালন করেন মুশফিকুর রহিম অথবা মাহমুদউল্লাহ। বিশ্বকাপ সামনে রেখে চলমান অনুশীলন পর্বে সেই কথাই আবার প্রমাণ হলো।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে