দক্ষিনাঞ্চলের সুফি সাধক হযরত ইয়ার উদ্দিন খলিফা(রঃ) মাজার শরীফে দুইদিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দ্বিতীয় দিনে লাখো ধর্ম প্রান মানুষের ঢল।এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে মুসুল্লীরা । মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার ও হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব (রাঃ) ওয়াক্ফ এস্টেটের সভাপতি শাহ্ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি বয়ান করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মাওছুদুর রহমান।
প্রথম দিন প্রধান বক্তার বয়ান করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ডাইরেক্টর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, হাফিজ মাওঃ অধ্যাপক ডঃ শহীদুল ইসলাম বারকাতী, এবং বিশেষ বক্তার বয়ান করেন গোপালগঞ্জের হযরত মাওলানা হাফেজে মোঃ ইসমাইল বিন ইব্রাহিম, মির্জাগঞ্জের ইমাম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আনছাররুল্লাহ আনছারী।
দ্বিতীয় দিন প্রধান বক্তার বয়ান করেন নেছারিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ, ঢাকা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও গ্রন্থপ্রণেতা ডঃ মুহম্মদ কাফীলুদ্দীন সরাকর সালেহ, বিশেষ বক্তার বয়ান করেন ঝালকাঠির আলহাজ্ব হযরত মাওলানা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম সিরাজী ভোলার আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোঃ ইয়াসিন নবীপুরীসহ বিভিন্ন ওলামায়ে কেরামগন।
মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা(রঃ) মাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মল্লিক বলেন, দূর-দূরান্ত থেকে লাখ ধর্মপ্রান মুসুল্লীরা আসছে। শ্রীমন্ত নদীর পূর্ব তীরবর্তী মাহফিলে লাখো মুসুল্লীর জমায়েত হয়েছে।




 
	


























