৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত চাঁদপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ যুবক-যুবতী আটক গ্রাহক সেবা পক্ষ উদযাপনে বেতাগীতে বৃক্ষরোপণ ও পুরস্কার... ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে পীরগঞ্জে বিক্ষোভ ও... পার্বতীপুরে ২৮ শে অক্টোবর লগি-বৈঠার নির্মম নারকীয়...

মির্জাগঞ্জে ভেঙ্গেপড়া আয়রন ব্রীজদিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল, চরম দুর্ভোগ পথচারীদের

 পটুয়াখালী সংবাদাদাতা, সমকাল নিউজ ২৪

Warning: Use of undefined constant yes - assumed 'yes' (this will throw an Error in a future version of PHP) in /home/samakaln/public_html/wp-content/themes/samakalnews24/template-parts/content.php on line 37

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার হুরমুইবুনিয়া খালের ওপর একমাত্র আয়রন ব্রীজটির পাটাগুলো ভেঙ্গে পড়ায় চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। ব্রীজটি ভেঙ্গে দক্ষিন দিকে হেলে পড়লে স্থানীয়রা গাছের গুড়িঁ দিয়ে ঠেকনা দিয়ে আট বছর ধরে চলাচল করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের নির্মানাধীন দক্ষিন ঝাটিবুনিয়া হইতে তাজেম আলী বাড়ির সড়কের ছৈলাবুনিয়া গ্রামের সিকদার বাড়ির সংলগ্ন হুরমুইবুনিয়া খালের ওপর আয়রন ব্রীজটি কয়েক বছর আগে ভেঙ্গে পড়ে। ভেঙ্গে যাওয়ার পরে ব্রীজটি মেরামত করা হলেও কয়েকদিনের মধ্যে একই অবস্থা দেখা দেয়। হুরমুইবুনিয়া খালের ওপর ভাঙ্গা ব্রীজটি দিয়ে ছৈলাবুনিয়া গ্রামসহ প্রায় ৫ গ্রামের লোকজন চলাচল করে থাকে। এ নড়বড়ে ব্রীজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী,কৃষক,ব্যবসায়ী, চাকরীজীবি, হাট-বাজারের লোকজন পারপার হচ্ছেন। বিশেষ করে সুবিদখালী মহিলা ও সুবিদখালী সরকারি কলেজ, মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুবিদখালী বাজারসহ বিভিন্ন গ্রামের লোকজন এবং ছাত্র-ছাত্রীরা নড়বড়ে ব্রীজদিয়ে পারাপার হয়ে স্কুল-কলেজে যাচ্ছেন। এলাকার লোকজন চলাচলে সুবিধার জন্য গাছ দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় রোগী,শিশু ও বৃদ্ধাদের।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ মোতালেব, মোঃ নয়া মিয়া সিকদার বলেন, এ এলাকার একমাত্র নড়বড়ে ব্রীজ দিয়ে দিয়ে প্রতিদিন শত শত মানুষ পার হয়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করছে। পথচারীদেরকে ব্রীজটি পার হতে গিয়েও হিমসিম খেতে হচ্ছে। ব্রীজটি নির্মান করা হলে এ এলাকার মানুষের দুর্ভোগ লাঘবসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। উপজেলার মধ্যে সবচেয়ে উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে ছিলো ছৈলাবুনিয়া গ্রামটি। দক্ষিন ঝাটিবুনিয়া হইতে তাজেম আলী বাড়ি পর্যন্ত সড়ক নির্মানের কাজ চলমান থাকায় এ এলাকার উন্নয়ন আরেকধাপ এগিয়ে গেছে। তবে হুরমুইবুনিয়া খালের ওপর নড়বড়ে সেতু দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় শিকার হচ্ছে। ব্রীজটির সিমেন্টের পাটা ও লোহার আ্যঙ্গেলগুলো নতুন ভাবে স্থাপন করা হলে পথচারীদের চলাচলে সুবিধা হবে।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন,আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের হুরমুইবুনিয়া খালের ওপর ব্রীজটি ঝুকিঁপূর্ন। অনেক সময়ে পথচারীরা পড়ে দুর্ঘটনার শিকার হয়। তবে অতি শীঘ্রই ব্রীজটি মেরামতের যথাযথ ব্যবস্থা করা হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
পটুয়াখালী বিভাগের আলোচিত
ওপরে