২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

মুজিববর্ষ উপলক্ষে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  সমকালনিউজ২৪

সাইদুল ইসলাম, রাজাপুর: মুজিব শতবর্ষ উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের কম্পাইন্ডের সকল জায়গায় ঝাড়– দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলায় কর্মরত মিডিয়া কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তার বক্তব্যে হাসপাতাল এলাকায় গরু চরানো বন্ধ, ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের অফিস চলাকালীন সময়ের মধ্যে হাসপাতালে প্রবেশ না করার সিদ্ধান্ত গ্রহনের কথা তুলে ধরেন।

এছারাও হাসপাতালের এক্সরে মেসিন চালুর চেষ্টা, ইসিজি মেসিন আজকে থেকে চালু হবার আশা প্রকাশ করেন। আগামী এক সপ্তাহ এর মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল বিভাগের কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাষ করেন।

উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেট উদ্ভোধন করলেন জেলা প্রশাসক
সাইদুল ইসলাম, রাজাপুর: ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেট চত্ত¡রে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

এছাড়াও এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ শাহজাহান মিয়া, গোপাল কর্মকার।
উল্লেখ্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে পরিষদ এলাকায় ৩০ টি ষ্টল বিশিষ্ট একটি মার্কেট নির্মান করেন।

 

 

এডিপির অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ
সাইদুল ইসলাম, রাজাপুর: ঝালকাঠির রাজাপুরে ২০১৯-২০২০ অর্থ বছরে এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা মোঃ রিয়াদুল ইসলাম, রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঝালকাঠি বিভাগের সর্বশেষ
ওপরে