২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

মোংলাপোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শ্রমিক নেতা শহীদ আব্দুল বাতেন’র ১৫তম শাহাদৎ বার্ষিকী পালন

 মাসুদ রানা, মোংলা সমকালনিউজ২৪

মোংলাপোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি শিক্ষানূরাগী, ও কেন্দ্রিয় শ্রমিক দলের নেতা শহীদ আব্দুল বাতেন’র ১৫তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।

শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মোংলা নাগরিক সমাজের আয়োজনে ১৮ মার্চ সোমবার বিকেল ৫টায় পৌর কেন্দ্রিয় কবরস্থান জামে মসজিদে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদ এ কে এম সাহাবুদ্দিন, পৌর যুবলীগ সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, শহীদ আব্দুল বাতেন’র ছোট ভাই মোঃ জসিম উদ্দিন, শহীদ আব্দুল বাতেন’র ছোট ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ ও সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন।

আলোচনা সভায় বক্তারা বিভিন্ন স্কুল-কলেজ প্রতিষ্ঠায় এবং মোংলা বন্দরে শ্রমিক আন্দোলনে শহীদ আব্দুল বাতেন’র অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।

উল্ল্যেখ্য, ২০০৪ সালের ১৮ মার্চ সন্ধ্যায় নিজ বাড়ীর সামনে আততায়ীর গুলিতে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল বাতেন শাহাদৎ বরণ করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বাগেরহাট বিভাগের সর্বশেষ
বাগেরহাট বিভাগের আলোচিত
ওপরে