১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা আমতলী সদর ইউপি নির্বাচন হত্যা মামলার আসামি চেয়ারম্যান... মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতির ভাবীর ইন্তেকাল

মোহনপুরে এনজিও শতফুল এর দেড়যুগ পূর্তি উৎসব পালন

  সমকালনিউজ২৪

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে এনজিও শতফুল বাংলাদেশ এর দেড়যুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ০৯ ঘটিকায় সংস্থার সভাপতি আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ।

সভায় বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষিকা ডঃ সৈয়দা আফ্রিনা মামুন,এ্যাডভোকেট সাঈদ মন্ডল, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী প্রমুখ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর হুমায়ন কবীর মুক্তা, সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবু সাঈদ, যোনাল ম্যানেজার আবুল কালাম আজাদ, মাইনুল হাসান, এরিয়া ম্যানেজার মাহফুজুর রহমান, আতাউর রহমান, সুলতান মাহমুদ, সোনানূর আলম,এনামুল হকসহ অন্যরা। শ্রেষ্ঠ শাখা হিসাবে মৌগাছী, জোতবাজার, আচিনঘাট এই তিনটি শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

এনজিও শতফুল বাংলাদেশ এর ৩১ টি শাখার পাঁচ শতাধিক কর্মচারী-কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সংস্থার বিভিন্ন শাখার সদস্যদের ৫৪ জন মেধাবী সন্তানকে কৃতি শিক্ষার্থী হিসাবে ১২ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। উল্লেখ্য শতফুল বাংলাদেশ ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে দারিদ্র্য বিমোচন, স্যানিট্রেশন, শিক্ষা,সংস্কুতি, কৃষি,স্বাস্থ্যসেবা, চিকিৎসা,শিল্প, বাণিজ্য, মৎস্য,প্রাণি সম্পদ, যোগাযোগসহ নানা বিষয়ে কাজ করে আসছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের আলোচিত
ওপরে