১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

যুক্তরাষ্ট্রের চাঁদের মিশনের সত্যতা যাচাইয়ে রাশিয়ার মিশন

  সমকালনিউজ২৪

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১৯৬৯ সালের ২১ জুলাই যুক্তরাষ্ট্র বাস্তবেই চাঁদে অবতরণ করেছিল কি-না তা নিশ্চিত হতে রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থার মহা-পরিচালক ডিমিট্রি রোগোজিন একটি মিশনের প্রস্তাব দিয়েছে।

মালদোভার প্রসিডেন্ট ইগোর ডোডনের প্রশ্নের উত্তরে ডিমিট্রি রোগোজিন খুব হাস্যরসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। ইগোর ডোডনের প্রশ্ন, ১৯৬০ এবং ১৯৭০ সালে নাসার অ্যাপালো প্রোগামে সত্যিই চাঁদ থেকে পৃথিবীতে মানুষের কোনো কথাবার্তা হয়েছিল কি-না।

এই প্রশ্নের উত্তরে ডিমিট্রিকে মজা করতে দেখা যায়। টুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। ডিমিট্রি উত্তর দেওয়ার সময় হাসছিলেন ও ভঙ্গিমা এমন ছিল যে তিনি নিজেও এ ব্যাপারে সন্দিহান।

রোজন বলেন, সত্যিই যুক্তরাষ্ট্র চাঁদে গিয়েছিলেন কি-না তা নিশ্চিত হতে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি।

উল্লেখ্য, চাঁদের বুকে নাসার মানব মিশনের ছয়টি প্রামাণ্যচিত্র রয়েছে। ওই প্রামাণ্যচিত্রগুলো পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের কেউ কেউ এই মিশনের ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন। আর এ ব্যাপার বিশ্ববাসীর অজানা নয়। তবে এই থিউরিগুলো শুধু সন্দেহের বশেই করা হয়েছে বলে নাসা বরাবরই বলে আসছে। সূত্র : ইন্ডিপেন্টেড

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে