২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি... বৃষ্টির জন্য মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা বরগুনায় পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেফতার-১ চাঁদপুরে ভূয়া কাবিননামা তৈরী, কাজী ও তার সহযোগী

রংপুর রাইডার্স ভক্তদের জন্য চরম দুঃসংবাদ

  সমকালনিউজ২৪
রংপুর রাইডার্স ভক্তদের জন্য চরম দুঃসংবাদ

দুর্দান্ত ফর্মে থাকা আলেক্স হেলস বিপিএল শেষ না করেই দেশে ফিরে যাচ্ছেন। কাঁধের ইনজুরির কারণে বাধ্য হয়েই ফিরে যেতে হচ্ছে ইংল্যান্ডের এই ক্রিকেটারকে। আজই রাতে ঢাকা ছাড়বেন হেলস। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।

রংপুর রাইডার্সের লজিস্টিক ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি বলেছেন, ‘সিলেটে শেষ ম্যাচে কাঁধে চোট পান হেলস। আজ রাতেই সে দেশে ফিরে যাচ্ছে। প্লে-অফের ম্যাচ নিয়ে এখনো নতুন কোনো পরিকল্পনা হয়নি। সিদ্ধান্ত নিলে জানানো হবে।’

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৮ ম্যাচ খেলে ৩০৪ রান করেছেন আলেক্স হেলস। এর মধ্যে একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরি রয়েছে। সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় তিনি এখন পঞ্চম অবস্থানে রয়েছেন।

এদিকে লিগ পর্ব শেষ করে চলে যাবেন রংপুর রাইডার্সের আরেক তারকা এবি ডি ভিলিয়ার্স। রংপুর ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। কিন্তু প্লে-অফে তারা আলেক্স ও এবি ডি ভিলিয়ার্সের মতো দুই বিস্ফোরক ব্যাটসম্যানকে পাবে না। হয়তো তাদের বদলে কেউ আসবে। কিন্তু দলটি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে