১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

রাজশাহীতে বেতনের দাবিতে জুট মিল শ্রমিকদের বিক্ষোভ

  সমকালনিউজ২৪

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালিতে জুট মিলের শ্রমিকরা সর্বনিম্ন আট হাজার তিন’শ টাকা বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।এছাড়া দুই এপ্রিল থেকে ৭২ ঘন্টার কর্ম বিরতির হুমকি দিয়েছে শ্রমিকরা। শ্রমিকদের দাবি সরকার সর্বনিম্ন আট হাজার তিন’শ টাকা বেতর সরকারীভাবে নির্ধারিত ঘোষণা করেছে।এবং গ্যাজেটেও পাস হয়েছে। কিন্তু এখনও তা বাস্তবায়ন না হওয়ায় রবিবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী জুট মিলের শ্রমিকরা একজোট হয়ে সর্বনিম্ন আট হাজার তিন’শ টাকা বেতনের দাবিতে বিক্ষোভ করে। সকালে জুট মিলের ভেতর থেকে একটি বিক্ষোভ শুরু হয়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এসে শেষ হয়। এসময় মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে জুট মিলের শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানান,বিগত দিনে ৪১’শ ৫০ টাকা বেতন ছিলো। বর্তমানে সরকার সর্বনিম্ন আট হাজার তিন’শ টাকা ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন হয়নি। দেশের সম্ভাবনাময়ী এ খাতকে বাঁচাতে হলে শ্রমিকদের আগে বাঁচাতে হবে। কারণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা না পেলে কোনো শিল্পই দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনতে পারবে না। বেতন বাস্তবায়নের দাবিতে আমরা এক এপ্রিল সকাল থেকে লাল পতাকা মিছিল ও দুই এপ্রিল ৭২ ঘন্টার কর্ম বিরতির ঘোষণা দেওয়া হয়েছে।এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।#

 

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের আলোচিত
ওপরে