২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

রাজাপুরে সেতু ভেঙ্গে উপজেলা সহ কয়েক গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন

  সমকালনিউজ২৪

মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর ::

ঝালকাঠির রাজাপুরের উত্তর কাঠিপাড়া এলাকায় সন্ধ্যা নদীর উপরে থাকা সেতুটির সাথে গাছ বোঝাই একটি নৌকার ধাক্কায় সেতুটি ভেঙ্গে নদীতে ডুবে গেলে পাশ্ববর্তী কাউখালী উপজেলাসহ কয়েকটি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় সেতুটি ভেঙ্গে নৌকার উপর পড়লে গাছসহ নৌকাটিও ডুবে যায়। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. বাবুল তালুকদার জানায়, ফজরের দিকে গাছ বোঝাই নৌকাটি সেতুতে ধাক্কা দিলে বিকট শব্দে সেতুটি ভেঙ্গে নৌকার উপর পরে নদীতে ডুবে যায়। নৌকায় থাকা সুমন (৩৫) নামে এক যুবককে উ’দ্ধার করেছে স্থানীয়রা। তবে সে অক্ষত রয়েছে।

রাজাপুর ও পিরোজপুরের কাউখালি উপজেলাকে সংযুক্ত করা এই সেতুটি দুই উপজেলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। নদীর দুই পাড়ে প্রায় ডজনখানের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পরেছেন।

নৌকার মাঝি মো. সুমন বলেন, ‘নৌকার সাথে গাছ বেঁধে স্বরূপকাঠি যাওয়ার পথে সেতুর সাথে ধাক্কা লাগে। ভোরে ঘন কুয়াশার কারণে সেতুটি দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটে।

’শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক মৃধা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। বর্তমানে দুই পাড়ের মানুষ নৌকায় যাতায়াত করছে। দ্রুতই সেতুটি পারাপারের উপযোগী করা হবে।’

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঝালকাঠি বিভাগের সর্বশেষ
ওপরে