২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

রাজারহাটে ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর উদ্বোধন

 রমেশ চন্দ্র সরকার, সমকালনিউজ২৪

” পরিকল্পিত ফলদ বৃক্ষের চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৪ আগষ্ট রবিবার রাজারহাটে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯ শুরু হলো, চলবে ০৬ আগষ্ট মঙ্গলবার পর্যন্ত।

কুড়িগ্রাম-২, আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব পনির উদ্দিন আহমেদ প্রধান অথিতি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহ: রাশেদুল হক প্রধান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জনাব মোঃ আব্দুস সালাম চাষী, জেলা পরিষদ সদস্য জনাব মোঃ আব্দুস সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কৃষ্ণ কুমার সরকার প্রমুখ।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর, রাজারহাট, কুড়িগ্রাম। মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র, শিক্ষক, সাংবাদিক, দরর্শনার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রধান অথিতির বক্তৃতায় সাংসদ আলহাজ্ব জনাব পনির উদ্দিন আহমেদ বেশি বেশি ফলদ বৃক্ষ লাগানোর উপর গুরুত্বারোপ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বলেন, গাছ আমাদের পরম বন্ধু যা মানুষকে প্রশান্তি দেয়। অন্যান্য বছর বৃক্ষ মেলা উপজেলা চত্বরে সীমিত পরিসরে হলেও এবারই প্রথম বড় পরিসরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ১৫টি স্টল ও মঞ্চ স্থাপন করা হয়েছে।

মেলার বিভিন্ন স্টল সরেজমিনে, ফলদ ও ঔষধি বৃক্ষের সমাহার চোখে পরে। প্রতিদিন মেলা সকাল ১০টায় শুরু হয়ে একটানা বিকাল ০৫টা পর্যন্ত চলবে এবং মেলার শেষ দিনে সন্ধ্যায় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান ও বৃক্ষ প্রেমিদের মাঝে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবার কথা রয়েছে । সংশ্লিষ্টদের ধারণা এবারের মেলায় বিপুল সংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
কুড়িগ্রাম বিভাগের আলোচিত
ওপরে