১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা আমতলী সদর ইউপি নির্বাচন হত্যা মামলার আসামি চেয়ারম্যান... মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতির ভাবীর ইন্তেকাল

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দাবীতে সমাবেশ

 জান্নাতুল ফেরদৌস / রাবি সমকালনিউজ২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দাবী করেছেন ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। বুধবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবী জানান।

এ সময় ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, রাবিতে ২০১৮-১৯ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অধিকাংশই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আমরা কেন বি ত হব? এছাড়া কোন না কোন কারণে প্রতি বছর অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেয়া হলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের শীর্ষ তালিকায় থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অথচ কোন দুর্ঘটনা ঘটলে ধূলিস্যাৎ হয়ে যায় একজন শিক্ষার্থীর স্বপ্ন।

দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগের দাবীতে তারা মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপাচার্যের পক্ষে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান তাদের স্মারকলিপি করেন।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘উপাচার্য স্যারের সাথে এ বিষয়ে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত আছে যে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।’

মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক ভর্তিচ্ছুক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় সুযোগ না রাখার সিদ্ধান্ত নেয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগের সর্বশেষ
ওপরে