১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

রাবিতে প্রথমবারের মতো রাইড শেয়ারিং সেবা চালু

 জান্নাতুল ফেরদৌস / রাবি সমকালনিউজ২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো রাইড শেয়ারিং সেবা চালু হয়েছে। ব্যক্তি উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৫-২৬ সেশনের শিক্ষার্থী মাসুদ পারভেজ এ শেয়ারিং সেবা চালু করেন। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেবা চালু থাকবে।

উদ্যোক্তা মাসুদ পারভেজ জানান, রাইড শুরুর ৫মিনিট আগে ফোন বা এসএমএস এর মাধ্যমে ক্যাম্পাসে নিজের অবস্থান জানাতে হবে। তারপর ৫মিনিটের মাথায় রাইড চলে যাবে আপনার লোকেশনে এবং পোঁছে দিবে নিজ গন্তব্যে। ক্যাম্পাসের অভ্যন্তরে যে কোন স্থানে যেতে আপনাকে মাত্র ১০ টাকা রাইড চার্জ পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। সে চিন্তা থেকে উবার, পাঠাওয়ের ধারনা আমি কাজে লাগাই। এতে আমার যেমন আর্থিক সুবিধা হবে অপর দিকে সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক যাতায়েত করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশানুরূপ সাড়া পাই তাহলে এ সেবাকে আমি অ্যাপের আওতায় নিয়ে আসবো এবং রাইডের জন্য মোটরসাইকেলও বৃদ্ধি করবো। ছাত্রীদের জন্যও থাকবে ছাত্রী নিয়ন্ত্রিত চালক। যাতে করে ছাত্রীদেরও এ সেবার আওতায় নিয়ে আশা যায় আমি সে চেষ্টা করবো।’

রাইড নিশ্চিত করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাসুদ পারভেজের সঙ্গে। মোবাইলন: ০১৭২৮৮৬০৫০০।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগের সর্বশেষ
ওপরে