২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

রি’ফাত হ’ত্যা মা’মলায় মি’ন্নির জামিন বাতিলের শুনানী হবে ২৬ জানুয়ারি

  সমকালনিউজ২৪

মোঃআসাদুজ্জামান, বরগুনা : :

বহুল আলোচিত বরগুনার রি’ফাত শরীফ হ’ত্যা মা’মলার আসামি আয়শা সিদ্দিকা মি’ন্নির জামিন কেন বাতিল হবে না- মর্মে আদালতের শোকজের জবাব দাখিল করেছেন মি’ন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে তিনি শোকজের জবাব দাখিল করেছেন। এ বিষয়ে আগামী ২৬ জানুয়ারী শুনানীর তারিখ নির্ধারণ করেছেন, বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান।

অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, মি’ন্নির জামিন বাতিলের বিষয়ে রাষ্ট্রপক্ষ যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ হয়রানিমূলক এবং অবিশ্বাসযোগ্য। তিনি আরো দাবী করেন, আদালত জবাবে সন্তুষ্ট হয়ে মি’ন্নির জামিন বহাল রাখবেন।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার জানিয়েছেন, আয়শা সিদ্দিকা মি’ন্নি সাক্ষীদের হ’ত্যার হুমকি দিয়েছেন, তাই তিনি জামিন বাতিলের আবেদন করেছেন।

রি’ফাত হ’ত্যা মা’মলার প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয় আসামিদের বি’রুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত থাকায় কা’রাগারে থাকা এ মা’মলার প্রাপ্তবয়স্ক ৮ ও অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। আদালতে উপস্থিত ছিলেন এ মা’মলায় জামিনে থাকা নি’হত রি’ফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মি’ন্নি, অপ্রাপ্ত বয়স্ক আসামী প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক ও আরিয়ান হোসেন শ্রাবন। রি’ফাত হ’ত্যা মা’মলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বি’রুদ্ধে সাক্ষ্য দিয়েছেন নি’হত রি’ফাতের বন্ধু মঞ্জুরুল আলম জন, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জাকারিয়া বাবু। আর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বি’রুদ্ধে সাক্ষ্য দিয়েছেন নি’হত রি’ফাতের একমাত্র বোন ইসরাত জাহান মৌ, দুই চাচা আব্দুল আজিজ শরীফ ও আব্দুল লতিফ শরীফ।

গত বছরের ২৬ জুন রি’ফাত শরীফকে কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে