২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

রোগীরা ভোগান্তি ছাড়া শতভাগ সু-চিকিৎসা পাবে– তত্তাবধায়ক ডাঃ বিধান সেনগুপ্ত।

 মোঃ ইউনুছ ভূঞাঁ সুজন, ফেনী থেকেঃ সমকালনিউজ২৪

ফেনী সদর হাসপাতালের নতুন তত্তাবধায়ক ডাঃ বিধান সেনগুপ্ত। ইতি পূর্বে ডাক্তার বিধান সেনগুপ্ত ৯ অক্টোবর ২০১৭ সাল থেকে ২২ মে ২০১৯ সাল পর্যান্ত নোয়াখালী সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করেন, তাঁর গ্রামের বাড়ী চট্টগ্রাম, সু-দীর্ঘ চাকুরী জীবনে সততা এবং সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। ঐখান থেকে ২৬ মে ২০১৯ সালে ফেনী আধুনিক সদর হাসপাতালে তত্তাবধায়ক হিসাবে যোগদান করেন।।

তিনি জানান হাসপাতালের উন্নায়ন এবং রোগীদের চিকিৎসা সেবার মান যথাযথ ভাবে শতভাগ সু-নিশ্চিত হবে।। আজ হাসপাতালের নতুন ভবনের আউটডোর ইনডোর এবং ওয়ার্ডে গিয়ে ডাক্তার কতৃক রোগীদের চিকিৎসা সেবার বিভিন্ন কার্যক্রম পর্যাবেক্ষন করেন।

এদিকে হাসপাতালের অভ্যন্তরীণ সৌন্দর্য্য বর্ধিত করন পুরাতন হাসপাতালের সাম্নের অংশে নতুন ভাবে সংস্কার করা, ময়লার জন্য সু-নিদিষ্ট স্থান নির্মান, ড্রেন সংস্কার সংক্রান্ত ইত্যাদি কার্যক্রম সঠিক ভাবে তদারকি করতে প্রশাসনিক বিভাগ কে নির্ধেশ দেন।।

এসময় ফেনী সদর হাসপাতালে আরএমও তাহের পাটোয়ারী সহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।।

ফেনী সদর হাসপাতালের আরএমও তাহের পাটোয়ারী কাছে রোগিদের সেবার মান বৃদ্ধি সহ কোন প্রতারক চক্র কতৃক যাতে রোগি হয়রানি না হয়, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, হাসপাতালে রোগিদের শতভাগ সু-চিকিৎসা সেবা নিশ্চিত সহ, কোন দালাল কিংবা প্রতারক চক্রের আনা গোনাও থাকবেনা হাসপাতালের আসে-পাশে এব্যাপারে শতভাগ নিশ্চিত আপনারা জানেন এখানে প্রশাসনের লোক প্রতিনিহিত ডিউটিরত রয়েছে এ ব্যাপারে যতেষ্ট সচেতন তারা।।

ইতি পূর্বে তিনি পরশুরাম সততার সাথে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি ফেনীতে আরএমও দায়িত্ব পালন করতেছেন।।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ফেনী বিভাগের সর্বশেষ
ফেনী বিভাগের আলোচিত
ওপরে