ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ৩ হাজার ৫৯৫ বারে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৭৫ লাখ ৮১ হাজার ৩৯৯টি শেয়ার লেনদেন হয়। ফলে কোম্পানিটি উঠে আসে লেনদেনের তালিকার শীর্ষে।
এদিকে ডিএসইতে গতকাল ডিএসএসএল শেয়ারের সর্বশেষ দর ৪ দশমিক ৪৯ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমে দাঁড়ায় ২৫ টাকা ৫০ পয়সায়। দিনভর দর ২৫ টাকা ৩০ পয়সা থেকে ২৭ টাকার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ২৫ টাকা ৫০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ২৬ টাকা ৭০ পয়সা।
বিদ্যমান বাজারদরে নিজ কোম্পানির ২৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন উদ্যোক্তা-পরিচালক মোস্তফা কামরুস সোবহান।

















