ভারতের সাবেক ক্রিকেটার ও বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর লোকসভা নির্বাচনে জয়ের পথে অনেকটা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। সকালে ভোট গণনায় গম্ভীরের এগিয়ে থাকার খবর এসেছে। তার পেছনেই আছেন আম আদমি পার্টির (এপিপি) অতিশি।
লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন গম্ভীর। তার দুই প্রতি এপিপির অতিশি ও কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি।
নির্বাচনের প্রচারণার সময় গম্ভীরের বিরুদ্ধে আপত্তিকর পুস্তিকা ছাপানো ও বিলির অভিযোগ তুলেছিলেন এপিপির অতিশি। এতে তাকে আক্রমণ করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
এমন অভিযোগ উড়িয়ে দেন গম্ভীর। দিল্লির উপ-মূখ্যমন্ত্রী ও এপিপি নেতা মানিষ সিসোদার বিরুদ্ধে মানহানীর নোটিশ পাঠান ভারতের ক্রিকেট দলের সাবেক এই ওপেনিং ব্যাটসম্যান।
গম্ভীরের অভিযোগ ছিল, যেকোনোভাবে তাকে হারাতে উঠেপড়ে লেগেছে এপিপি। দলটি তার বিরুদ্ধে আপত্তিকর পুস্তিকা ছেপেছে বলে দাবি ছিল তার। এ জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মানিশ সিসোদা ও অতিশিকে নিঃশর্ত ক্ষমা চাইতে নোটিশ পাঠিয়েছিলেন তিনি।