সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এক সপ্তাহের শুভেচ্ছা সফরে সৌদি আরব যাচ্ছেন । দেশটির উদ্দেশ্যে তিনি শুক্রবার ঢাকা ত্যাগ করবেন এবং আগামী ৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। এ সফরে পবিত্র ওমরাহ পালন করবেন সেনাপ্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে সেনাপ্রধান সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও বলা হয়, এ সফরের মধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সর্ম্পকের উন্নয়ন হবে। এছাড়া প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।




 
	


























