মহিপুর ও কুয়াকাটার নেতা কর্মিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। গত শনিবার সকাল ১০ টায় ১১৪ পটুয়্খাালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান সংসদ ভবনের সরকারি কার্যালয় মহিপুর ও কুয়াকাটার নেতা কর্মিদের সাথে মতবিনিময় করেন ।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আ্ওয়ামীলীগের যুগ্নসম্পাদক মহিপুর ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আ: মালেক আকন, চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: রিন্টু তালুকদার, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম,মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: তরিকুল ইসলাম, ডালবুগঞ্জ ইউনিয়ান আ্ওয়ামীলীগ নেতা মো: জসিম আকন,মহিপুর শিল্পীগোষ্ঠীর পরিচালক জি টিভির ক্যামেরা পার্সন মো: শহিদুল ইসলাম ,কুয়াকাটা পৌর কাউন্সিলর মো:শাহআলম ,কুয়াকাটা পৌর আ্ওয়ামীলীগ নেতা মাহবুব আলম,সহ আরো অনেকে।
উপস্থিত নেতা কর্মিদেরকে তিনি দিক র্নিদেশনা দেন ।































