২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

সব লাঙ্গল নৌকায় তুলে নিবো’

 সুমন ইসলাম, সিলেট প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

আপাতত লাঙ্গল মার্কায় ভোট দেন, নির্বাচন পরে সকল লাঙ্গলকে নৌকায় নিয়ে আসবো’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

 

শনিবার (২২ ডিসেম্বর) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

 

সিলেট বিভাগের ১৯ আসনের মহাজোট মনোনীত সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার সময় সিলেট-২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এহিয়া চৌধুরীকে পরিচয় করিয়ে দিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘যদিও তার মার্কা লাঙ্গল, তবুও তাকে আপাতত আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিন। নির্বাচন শেষে সকল লাঙ্গলকে নৌকায় নিয়ে আসবো।’

 

এসময় তিনি মৌলভীবাজার-২ আসন থেকে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের বিকল্প ধারার প্রার্থী এমএম শাহীনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘ধানের শীষের লোককে নৌকায় তুলে নিয়ে এসেছি।’

 

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

 

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান শেষে বেলা ৩ টা ১২ মিনিটে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এর পর বিকেল ৪ টা ৪ মিনিটে বক্তব্য শুরু করে ৪ টা ৩৮ মিনিট পর্যন্ত বক্তব্য দেন তিনি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
সিলেট বিভাগের সর্বশেষ
সিলেট বিভাগের আলোচিত
ওপরে