২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি... বৃষ্টির জন্য মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা বরগুনায় পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেফতার-১ চাঁদপুরে ভূয়া কাবিননামা তৈরী, কাজী ও তার সহযোগী

সম্ভাবনাময় পর্যটন অঞ্চলে হতাশার গল্প।

  সমকালনিউজ২৪

বরগুনার তালতলী উপজেলার বিশাল বনাঞ্চল টেংরাগিরি।

যেখানে পর্যটকদের আকর্ষণ করতে বেষ্টনী করে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী পালন করা হয়।

কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, অনেকদিন ধরেই এসব বন্যপ্রাণীর জন্য খাবার বরাদ্দের টাকা নেই।

বরাদ্দের অভাবে অনেক প্রাণীকে বনে অবমুক্ত করা হয়েছে বলে স্থানীয়দের কাছে জানা গেল।

বর্তমানে খাঁচায় পাঁচটি হরিণ আছে।  পর্যটক দেখলেই তারা কাছাকাছি চলে আসে,  খাবারের লোভে।

যদিও নির্দেশনা বোর্ডে লেখা আছে, প্রাণীদের কাছাকাছি যাবেন না,  বাহিরের খাবার দেবেন না।

তবে বাস্তবদৃশ্য সত্যিই করুণ,  খাঁচার ভিতরে অসংখ্য চিপস ও বিস্কুটের প্যাকেট।

যা হরিনের মায়াবী চাহনি দেখে পর্যটকরা দিতে বাধ্য হয়।

কেউ সরাসরি না দেখলে এই ক্ষুধার্ত প্রাণীদের কষ্ট হয়তো বুঝবে না।

 

টেংরাগিরি বনাঞ্চলে আগত অনেকেই কামনা করেন,  খুব শিঘ্রী এসব প্রাণীদের খাবারের জন্য টাকা বরাদ্দের ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ।

আতিক রহমান

ফ্রিল্যান্স ফটোগ্রাফার

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
পর্যটন বিভাগের সর্বশেষ
পর্যটন বিভাগের আলোচিত
ওপরে