২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

সালথায় ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

 বুলবুল / ফরিদপুর সমকালনিউজ২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারী) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সতন্ত্র প্রার্থী হিসেবে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, সতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ মাহতাব হাবীব মিল্টন ও জাকের পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাকের পার্টির সভাপতি ছরোয়ার হোসেন বাচ্চু মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ লেবু মোল্যা, মোঃ আছাদ মাতুব্বার, সেলিম মিয়া, হাচান মাতুব্বার, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্যা, নুরু মোল্যা ও আতিকুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুপা বেগম, চৌধুরী হোসনেআরা ইকবাল মাতু ও মোরশেদা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন।

২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারী। ১৮ মার্চ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ফরিদপুর বিভাগের সর্বশেষ
ওপরে