২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

সেতুর ঢালাই কাজে শ্রমিক সেজে এমপি!

 সাতক্ষীরা প্রতিনিধি সমকালনিউজ২৪

সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা নদীর ওপর সেতুর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে শ্রমিক সেজে নির্মাণাধীন সেতুর ঢালাই কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার।

এর আগেও এমপি এসএম জগলুল হায়দারকে শ্রমিকদের সঙ্গে মাটি কাটতে এবং মাথায় মাটির ঝুড়ি বহন করতে দেখা গেছে। কখনো গরিব-দুঃখীদের মুখে খাবার তুলে দিতেও তাকে দেখা যায়।

সেতুর ঢালাই কাজের উদ্বোধনের পর এমপি এসএম জগলুল হায়দার বলেন, এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় তিন কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার সেতুর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি মানবসেবাকে বেছে নিয়েছি। আমি জনগণের মানুষ, জনগণের প্রতিনিধি। ঢালাই কাজের উদ্বোধনকালে শ্রমিকদের উৎসাহিত করতে আমি নিজেই কাজে নেমে পড়ি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সব সময় আমি মানুষের পাশে আছি, আগামীতেও থাকবো। সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
সাতক্ষীরা বিভাগের সর্বশেষ
সাতক্ষীরা বিভাগের আলোচিত
ওপরে