২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন নূরুল আমিন রুহুল এমপি

 কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ সমকালনিউজ২৪

চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নূরুল আমিন রুহুল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে যাচ্ছে। প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে স্বাবলম্বী হয়েছে। এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জীবন যাত্রার মান দিন দিন উন্নতি লাভ করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিবেন।

শনিবার ২৫ ফেব্রুয়ারী দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নিউ হোস্টেল মাঠে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মতলব দক্ষিন উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মুহাম্মদ জাকির হুসাইন ।

আরো বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার, ওসি (তদন্ত) সালেহ আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, বর্তমান সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, উত্তম ঘোষ, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, মোঃ আনোয়ার হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ জাকির, জাহাঙ্গীর আলম প্রধান, সদস্য মোশারফ হোসেন তালুকদার, আশরাফুল জাহান শাওলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন পশুপাখির ৪২ টি স্টল স্থান পেয়েছে। শেষে সেরা তিন অংশগ্রহণকারী খামারীকে পুরষ্কার প্রদান করা হয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে