১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

সড়ক দুর্ঘটনারোধে সচেতনায় বিশেষ সম্মাননা পেলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা

 জিএম মিজান বগুড়া সমকাল নিউজ ২৪

সড়ক দুর্ঘটনারোধে শিবগঞ্জ উপজেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করার জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হল নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখা। গতকাল শনিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর নাট্য মঞ্চ মিলনায়তনে ‘‘যদি চাও উন্নয়ন, কর নিরাপদ সড়ক বাস্তবায়ন” শ্লোগানে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৮ম মহাসমাবেশে অতিথিদের হাত থেকে বিশেষ এই সম্মাননা গ্রহণ করেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রশিদুর রহমান রানা। এসময় শিবগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিরাপদ সড়ক চাই(নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে মহাসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর মন্ত্রী তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ও এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশিদ। বিশেষ সম্মাননা গ্রহণের পর শিবগঞ্জ উপজেলা নিসচার আহবায়ক রশিদুর রহমান রানা বলেন, শিবগঞ্জ উপজেলায় নিসচার কার্যক্রম আগামীতে আরো বৃদ্ধি করা হবে এবং শিবগঞ্জ উপজেলা নিসচার কার্যক্রমে যারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন,তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বগুড়া বিভাগের সর্বশেষ
ওপরে