২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে আটক

১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে জাহাজ ডুবি

  সমকালনিউজ২৪

বরিশাল সংবাদদাতাঃ

বরিশালের মেঘনা নদীতে ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে এম.ভি ফারহানা মোনেম নামে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩ টার দিকে বরিশালের হিজলা উপজেলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় স্রোতে জাহাজটি ডুবে যায়। তবে এ ঘটনায় প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

জাহাজের ক্যাপ্টেন শামছুদ্দিন জানান, শনিবার সকালে ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেন। বরিশালের হিজলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউ ও স্রোতের মাঝে পড়ে জাহাজটি। এ সময় জাহাজটির একটি অংশ চরে উঠে যায় এবং পরে জাহাজটি সিমেন্টসহ তলিয়ে যায়।

বরিশাল বিআইডব্লিউটি এর বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জাহাজ ডুবির বিষয়টি  নিশ্চিত করেছেন।

আজমল হুদা মিঠু সরকার জানান, ঘটনার পরপরই বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয়াসহ ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরিশাল বিভাগের সর্বশেষ
বরিশাল বিভাগের আলোচিত
ওপরে