২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে আটক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রবাসীদের এগিয়ে আসার...

১৯৭০ সালের মতো নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : তোফায়েল

 অনলাইন ডেস্কঃ সমকালনিউজ২৪

ভোলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। কনকনে শীতের মধ্যেও ভোলার প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে ভোট প্রদান করছেন।

 

এদিকে সকাল ৮টায় ভোলার শহরের বাংলাস্কুল কেন্দ্রে ভোলার-১ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রথমে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও সকাল ৯টার দিকে একই ভোট কেন্দ্রে ভোলা-১ (সদর) আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর ভোট দেন। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন শাহাবাজপুর কলেজ কেন্দ্রে ভোটার অধিকার প্রয়োগ করেন।

 

তোফায়েল আহমেদ বলেন, ভোলাসহ সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। এখানো কোনো সমস্যা নেই। ইতিমধ্যেই ভবিষ্যত বাণী করা হয়েছে দুই তৃতীয়াংশ আসনের বেশি আসনে আওয়ামী লীগ বিজয়ী হবে। এবার ১৯৭০ সালের মতো নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আবার বাংলার মানুষ নৌকার পক্ষে ভোট দিয়ে তৃতীয় মেয়াদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে।

 

অন্যদিকে ভোলা-১ সদর আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর বলেছেন, আমি ভোটের অধিকেরর জন্য মাঠে নেমেছি। ভোট শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকব।

 

উল্লেখ্য, ভোলার ৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসন আন্দোলন ও কমিউনিস্ট পার্টির ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৭৬টি, কক্ষের সংখ্যা ৪৭৬ টি। মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৮২১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫০ হাজার ২১ জন, নারী ভোটার ৬ লাখ ২২ হাজার ৫৩৩ জন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ভোলা বিভাগের সর্বশেষ
ভোলা বিভাগের আলোচিত
ওপরে