১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা থামিয়ে চাঁদাবাজির সময় আটক ৩ সিংড়ায় চলনবিলে সরকারী খাল দখলমুক্ত হওয়ায় মাছ ধরলো শত শত... চাঁদপুরে লঞ্চ থেকে ১৬ কেজি গাজা সহ মাদক কারবারি আটক দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ৬ তরুণের জেল-জরিমানা পাইকগাছায় সরকারি জায়গায় পোল্ট্রি ফার্ম নির্মাণ, উপজেলা...

৫ উপজেলায় ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা।

 মোঃ ইলিয়াস আলী নিজস্ব প্রতিবেদক। সমকালনিউজ২৪

ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় উপজেলা নির্বাচনে সোমবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়ন পত্র জমার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত ৫ উপজেলার ৫ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ ৩টি পদে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ২০ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলাঃ
চাচা ভাতিজাসহ ৩টি পদে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন। এরা হলেন-উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবীব বুলবুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম ও তার ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। তবে স্বতন্ত্র দুজন প্রার্থীই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন। এরা হলেন- বড়পলাশবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক বজলুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আরজু লিটন, কামরুজ্জামান। তবে বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্নান নির্বাচনে অংশ নিবেন না। তিনি মনোনয়নপত্র গ্রহন করেননি।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন- আ.লীগ নেত্রী আলেয়া পারভীন, জুলিয়া তাসনিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা আক্তার, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ এবং মিনা বেগম।

ঠাকুরগাঁও সদর উপজেলাঃ-
৩টি পদে ১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন- আওয়ামীলীগ মনোনীত সদর উপজেলা সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধূরী, সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র (বিএনপির জেলা সহ সভাপতি) সুলতানুল ফেরদ্রৌস নম্র চৌধুরী, ওয়ার্কাস প্রার্টির সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট, ইসলামী ঐক্য জোটের রফিকুল ইসলাম, ন্যাপের রাজিউল ইসলাম।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী হলেন- ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুনাম, শফির উদ্দীন দুলাল, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু, আব্দুর রশিদ, আব্দুল কাদের, নুরুজ্জামান ও রুবেল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করা ৩ জন প্রার্থী হলেন-মাসহুরা বেগম, আনজুমান আরা বন্যা, শাহনাজ বেগম পারুল।

হরিপুর উপজেলাঃ-
৩টি পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে ২ প্রার্থী হলেন- আ.লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সা.সম্পাদক জিয়াউল হাসান মুকুল ও সাবেক হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শামীম ফেরদৌস টগর।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেন-উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহমেদ মানিক, উপজেলা কৃষক লীগের সভাপতি কাঠালডাঙ্গী মহিলা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আঃকাইয়ুম।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন-হরিপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তার শিখা, ১নং গেদুড়া ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি মোতাহারা পারভীন সুমি, উপজেলা মহিলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররমা বাবলী ও শাবানা পারভীন।

পীরগঞ্জ উপজেলাঃ-
৩টি পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের মনোনীতি প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, আ’লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র নাথ রায়, জাসদের গীতিগমন চন্দ্র রায়, প্রভাষক সুকমল বিশ্বাস ও আলমগীর কবির ।

উপজেলা ভাইস চেয়ারম্যান ৬ জন প্রার্থীরা হলেন-সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, হাফেজ মো নুরুজ্জামান, সোহরাব আলী, সুকুমার রায়, ইত্তাশাম উল হক মিম ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির রহমান মিঠু।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হলেন-ভারতি রানী রায় ও ফেরদৌসী বেগম।

রাণীশংকৈল উপজেলাঃ-
৩টি পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন-আ’লীগ মনোনীত উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক-সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না, কৃষক এনামুল হক।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন-উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর শ্রমিক লীগ সম্পাদক রুস্তম আলী, দিগেন্দ্র নাথ, আ’লীগ নেতা প্রধান শিক্ষক বাবর আলী ও তোফাজ্বল হোসেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন-আ.লীগ নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ওয়ার্কাস পার্টির নেত্রী শেফালী বেগম।

ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে ২য় ধাপে।দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা ১০ ফেব্রুয়ারি, মনোয়নপত্র দাখিল ১৯ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ ফেব্র্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ । জেলার ৫টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ দুই হাজার ৯শত ৯৪ জন এবং মহিলা ভোটার ৪ লাখ ৯২ হাজার সাতশত ১৮ জন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঠাকুরগাঁও বিভাগের সর্বশেষ
ঠাকুরগাঁও বিভাগের আলোচিত
ওপরে