২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

৭ মার্চ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা।

 জান্নাতুল ফেরদৌস /রাবি। সমকালনিউজ২৪

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শুরুর আগে সাবাশ বাংলাদেশ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুর সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান।

সমাবেশে উপাচার্য বলেন, ‘৭ মার্চের ঘোষণা পৃথিবীতে যে শ্রেষ্ঠতম ভাষণগুলো আছে তার মধ্যে এটি অন্যতম। সেই ভাষণটি এখন ইউনেসকোর মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বাঙালি জাতির জন্য এটি গর্বের, আনন্দের, মর্যাদার, সম্মানের।’

তিনি আরও বলেন, ‘জাতি হিসেবে যে আমরা মর্যাদাশীল জাতি, সেই পরিচিতি দান করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি হীনমন্য জাতি নয়, শৌর্য-বীর্যের জাতি সেটি আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হয়েছে প্রমাণ করেছি। আমরা সেই মহান মানুষকে হারিয়েছি, এটি বেদনার। এই সকল মানুষেরা বেশিদিন বাঁচে না কিন্তু তাঁদের স্বল্প সময়ের মধ্যে যে অর্জন, যে কীর্তি সেটি যুগ যুগ ধরে পৃথিবী ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত অমলীন থাকবে।’

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শহীদ সুখরঞ্জন সমাদ্দার টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান, প্রক্টর অধ্যাপক মো.লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে