২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে... যুবলীগ কর্মী জুয়েলকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে... নরসিংদী কারাগার থেকে পালানো ১ জঙ্গি সহ গ্রেফতার ১৮৪ সিলেট বিভাগে ২৮টি মামলা, ২০ হাজার মানুষ আসামী বরগুনায় নাশকতার মামলায় ৪০ জন গ্রেফতার

ফরিদগঞ্জে বিদ্যুতের তারে যুবকের মৃত্যু

 কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ সমকালনিউজ২৪


চাঁদপুরের ফরিদগঞ্জে তিনদিন যাবত বিদ্যুতের তার পড়ে ছিল মাটিতে, বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও অনৈতিক সুবিধা না পাওয়ায় লাইনটি মেরামত করেনি পল্লী বিদ্যুতের দায়িত্বরতরা। পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের স্পর্শে মো. রিয়াজ হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত মো. রিয়াজ হোসেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে রিয়াজের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, সন্তোষপুর গ্রামে সড়কের পাশে গত ৩ দিন যাবত পল্লী বিদ্যুতের লাইনের তার ছিড়ে পড়ে আছে। বিষয়টি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ দায়িত্বরতদের একাধিকবার জানালে তারা ঘটনাস্থলে গিয়েছে ঠিকই, কিন্তু তাদের চাহিদামতো টাকা না পেয়ে বিদ্যুৎকর্মীরা লাইনটি মেরামত করেননি। শুক্রবার সকালে রিয়াজ হোসেন হেঁটে যাওয়ার সময় পড়ে থাকা লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিয়াজ হোসেনের মরদেহ দুপুরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে