৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

আজ গিটারের জাদুকরের জন্মদিন

 বিনোদন ডেস্কঃ সমকাল নিউজ ২৪

বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে একজন কিংবদন্তি, গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান। বেঁচে থাকলে আজ তিনি ৬৩ বছরে পা রাখতেন।

 

আইয়ুব বাচ্চু ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করে দেশের ব্যান্ডসংগীতকে নতুন মাত্রা দিয়েছেন। তার গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’ গানগুলো আজও অমর হয়ে আছে।

 

একক শিল্পী হিসেবে ‘রক্তগোলাপ’ ও ‘ময়না’ অ্যালবামের মাধ্যমে তিনি পেয়েছেন অসাধারণ সফলতা। এলআরবির ১৯৯২ সালের ডাবল অ্যালবাম ‘এলআরবি ১’ ও ‘এলআরবি ২’ এবং ১৯৯৩ সালের ‘সুখ’ অ্যালবাম চিরসেরা হিসেবে সংগীতপ্রেমীদের মনে গেঁথে আছে।

 

গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক একাধারে বহুমুখী প্রতিভা হিসেবে আইয়ুব বাচ্চু শুধু তারকা ছিলেন না, সাধারণ মানুষের কাছে কাছের মানুষও ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ভালো মানুষ হয়ে বাঁচতে।

 

আজও তার রেখে যাওয়া সুর, গান ও রূপালী গিটার কোটি কোটি ভক্তের জন্য হয়ে আছে অনুপ্রেরণা ও স্মৃতি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে