রাজধানীর বহুতল ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হয়েছে কিনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের সময় দ্রুত বের হয়ে আসার ব্যবস্থা আছে কিনা তা নির্ধারণে একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার সকাল ১০টার পরে বনানীর ১৭ নম্বর রোডে এফ আর টাওয়ার দেখতে এসে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে বনানীর এফআর টাওয়ারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভবনটি থেকে, ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৭০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।