৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

 কুড়িগ্রাম প্রতিনিধি। সমকাল নিউজ ২৪

কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে বুধবার(১৬ জানুয়ারি) সকালে আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।

 

এসময় সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন,সহকারি সিভিল সার্জন ডাঃ রেজিনা বেগম,জেলা তথ্য অফিসার শাজাহান মিয়া,কুড়িগ্রাম সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম প্রমুখ।

 

জেলার ৯ উপজেলার মোট ৩ লক্ষ ২৮ হাজার ৮৫৬জন শিশুকে টার্গেট করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি স্বাভাবিক শিশু ৩৫ হাজার ১৫২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ২ লক্ষ ৯২ হাজার ৯৪০ জন। এছাড়াও প্রতিবন্ধী ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ১৭৮ জন ও ১২ থেকে ৫৯ বয়সি শিশু ৫৮৬ জন।

 

মোট ১ হাজার ৯৭৮টি কেন্দ্রে ৪৪৮ জন স্বাস্থ্যকর্মী, ২৩৮জন পরিবার-পরিকল্পনা কর্মী, ৩ হাজার ৭৫৬ জন স্বেচ্ছাসেবক এবং ২২৮ জন সুপারভাইজার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
কুড়িগ্রাম বিভাগের আলোচিত
ওপরে