৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
পাইকগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হেলথ্... উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, অর্ধকোটি... পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১০০ একর বনভূমি... খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন...

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রে’প্তার

  সমকাল নিউজ ২৪

সিলেট অফিস থেকে এস,এ শফি ::

সিলেটের গোয়াইনঘাটের অপরাধ দমনে থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে। মা’দক, স’ন্ত্রাস, জ’ঙ্গিবি’রোধী অভিযানের অংশ হিসেবে টিম গোয়াইনঘাট থানা ১১ আসামিকে গ্রে’প্তার করেছে।

শনিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জু’য়া খেলারত অবস্থায় এবং ও’য়ারেন্টভু’ক্ত পালিয়ে থাকা এসব অপরাধীদের গ্রে’প্তার করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত, এসআই আবুল হোসেন, এএসআই হুমায়ুন, এএসআই রুহুল, এএসআই আতাউল গনি সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রে’প্তার করেন।

গ্রে’প্তারকৃতরা হলেন- পরোয়ানাভুক্ত আসামি কাকুনাখাই গ্রামের খলিলুর রহমানের ছেলে আক্তার আলী, হুদপুরের সামসুল হকের ছেলে বাবুল আহমদ, পূর্ব মহিষখেড় গ্রামের মাহমুদ আলীর ছেলে নাজমুল, একই গ্রামের জমশেদ আলী ও ছমির উদ্দিনের ছেলে বশির উদ্দিন ও আ. হক, খুর্দা গ্রামের সৈয়দ আলী ও হাবিবুর রহমানের ছেলে আলকাছ মিয়া ও বাবুল মিয়া, পাচপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মুছা মিয়া, ঘোষগ্রামের আইয়ুব আলী ও প্রয়াত ইয়াকুব আলীর ছেলে তছির আলী ও আ. হামিদ, উপর দুমকা গ্রামের প্রয়াত রহমত উল্ল্যার ছেলে আতাউর রহমান।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, অপরাধ দমনে থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ১১ আসামিকে গ্রে’প্তার করা হয়েছে। অপরাধমুক্ত গোয়াইনঘাট গঠনে টিম গোয়াইনঘাট থানা নিরলসভাবে কাজ করছে। এটা সব সময়ই চলমান থাকবে।

থানা থেকে আ’টককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
সিলেট বিভাগের আলোচিত
ওপরে