২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহিলা লীগের নেত্রী লিমাসহ ১০ জন কারাগারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনায়... এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি : মির্জা ফখরুল পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠিত আমতলীতে দুই সন্তানের জনক দশম শ্রেনীর ছাত্রী নিয়ে উধাও

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪৪ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক

 কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ সমকাল নিউজ ২৪

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে প্রাইভেটকার বোঝাই ৪৪ কেজি গাঁজাসহ চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় আটক প্রাইভেট কার চালকের কাছ থেকে গাজা সহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ ১৪৩৭৩৬), দুটি মুঠোফোন ও নগদ ১২ হাজার ২শ টাকা জব্দ করেন। প্রাইভেটকার চালক রুবেল হাওলাদার (৩৮) খুলনার বাগেরহাট মোড়লগঞ্জের বারইখালি গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা।

মাদক উদ্ধার বিষয়ে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুমিল্লা জেলার বুড়িচং থেকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক বহন করে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। পরে আমরা চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় গাড়ি তলাশী করে এই মাদক উদ্ধার করি।

এ সময় গাড়িতে বহন করা ২২টি প্যাকেট থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নেচজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) আসাদুজ্জামান, সেনাবাহিনী চাঁদপুরের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত আল সামিউল আইন শৃংখলাবাহিনা অভিযানে অংশ নেয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে