হাবিবুর রহমান খান,মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ৭নং ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. মাসুক আহমদ বিজয়ী হয়েছেন।৫ হাজার ৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাসুক আহমদ।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. ফয়াজ আলী ঘোড়া প্রতীকে ৩হাজার ৮শত ৭২টি ভোট পেয়ে প্রতিদ্বন্ধিতা করেন। ধানের শীষের প্রার্থী আলহাজ্জ বাবুল আহমদ বাবুল ২১২ ভোট পেয়েছেন। আর আনারস প্রতীকের প্রার্থী ছিলেন আব্দুল আলিম সেলু ০৮ ভোট পেয়েছেন।
আজ ২৮ ডিসেম্বর ১১টি ভোট কেন্দ্রে একযুগে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়েছে ভোট।
জুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, নির্বাচন সুষ্ট এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সতঃস্ফুর্ত ভাবে মহিলা এবং পুরুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।