পটুয়াখালীতে নিজ ঘরে পালিত বিষধর সাপের কামড়ে লতিফ ফকির (৫৫) নামে এক সাপুড়ে মৃ’ত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে পশ্চিম কালিকাপুর ১নং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নি’হতের পরিবার জানান, রাতে নিজের পালিতো সাপকে খাবার খাওয়াতে গেলে তাকে ছোবল মারে বিষধর সাপটি। পরবর্তীতে অজ্ঞান হয়ে পড়লে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পরে রাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। বিকাল ৫টায় তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিনি প্রায় তিন দশকেরও অধিক বছর পর্যন্ত সাপ ধরে ও বাসায় পালে। এখনও তার বাসায় ছোট বড় অনেক সাপ আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার খোজ নেয়া হচ্ছে।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’































