৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের ঘোষণা করেন মাহিয়া মাহি

  সমকাল নিউজ ২৪

শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে এসে আচমকাই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তার পরই দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবরে সিলমোহর দেন বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি। স্বামীর প্রতি রাগ-অভিমান নেই। বরং প্রশংসাই করেছেন মাহি। তিনি ভিডিয়োটিতে বলেন, ‘‘আমরা দু’জনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভাল মানুষ। তাঁকে আমি সম্মান করি। আমার ভীষণ খেয়াল রাখে।’’ কিন্তু তার পর নায়িকার কণ্ঠে আলাদা হয়ে যাওয়ার প্রসঙ্গ। এ বার অভিনেত্রীকে নিয়ে মুখ খুললেন তাঁর স্বামী!

মাহিয়া তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘‘একটা ছাদের নীচে যে দু’জন ভাল নেই। এটা শুধু ওই দু’জন বলতে পারবে। আর কেউ বুঝবে না। আমাদের যে সম্পর্ক ছিল এবং সম্মান ছিল সেই জায়গা থেকে দু’জন ভেবেছিলাম সেপারেশনে যাব। যাব না, কারণ আমরা তো সেপারেশনে আছি। হয়তো খুব দ্রুত এটার একটা সমাপ্তি হবে। তবে আমি তাঁকে সম্মান করি।’’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। তবে এর আগেও এক বার বিয়ে হয়েছিল তাঁর। নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে কম হইচই হয়নি। কারণ, রাকিব আগে থেকেই বিবাহিত ছিলেন। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি তাঁর। সেই কারণেই কি মাহির সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি! জলঘোলা চলছিলই এর মাঝেই বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে মাহির স্বামী বলেন, ‘‘আমি আসলে এ সময় এ সব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিয়ো করে সব কিছু বলব। আমি এ সব নিয়ে কোথাও কোনও মন্তব্য করিনি। বিষয়টা পর্যবেক্ষণ করছেন।’’ মাহিয়া ভিডিয়োর মাধ্যমে বিচ্ছেদঘোষণা করেন পাল্টা ভিডিয়ো করবেন রাকিবও। তাঁর কথায়, ‘‘তার ভিডিয়ো আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নিচ্ছি। তার পর বলব।’’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে