৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
পাইকগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হেলথ্... উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, অর্ধকোটি... পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১০০ একর বনভূমি... খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন...

বরগুনার হোটেল থেকে ই’য়াবাসহ আ’টক ২

  সমকাল নিউজ ২৪

ইফতেখার শাহীন:

বরগুনায় ১ হাজার পিস ই’য়াবাসহ দুই জনকে আ’টক করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেনের নের্তৃত্বে এসআই জাহিদ হোসেন মিয়া, এসআই ওবায়দুল কবির ও এএসআই সোহেল শনিবার দিবাগত রাত ২ টায় বরগুনা শহরের সদর রোড, ৮ নং ওয়ার্ডের গোল্ডেন হোটেলের ২ নম্বর কক্ষ থেকে তাদেরকে আ’টক করা হয়।

আ’টককৃতরা হলো, পাথরঘাটা উপজেলার মঠেরখাল গ্রামের মৃত- আবদুর রশীদ হাওলাদারের ছেলে আ: রব (৪০) ও চট্রগ্রামের বোয়ালখালী গ্রামের মৃত- ভজল আহম্মেদের ছেলে মো: ইদ্রিছ (৪৫)।

এ ব্যাপারে সদর থানার এসআই জাহিদ হোসেন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অ’ভিযান চালিয়ে গোল্ডেন হোটেলের ২ নম্বর কক্ষে রক্ষিত গ্রান্ডিং মেশিনের কাভারের ভেতর থেকে বিশেষ কায়দায় নীল রঙের ৫ টি চিপারে ২শ পিস করে মোট ১ হাজার পিস ই’য়াবা উ’দ্ধার করা হয়।

এছাড়াও আ’টককৃত দুই জনের কাছ থেকে ই’য়াবা বিক্রিত নগদ ৬ হাজার ২শ ১০ টাকা জ’ব্দ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, গতকাল রাতে ১ হাজার পিস ই’য়াবা ও নগদ টাকাসহ দুই জনকে আ’টক করা হয়। তাদের বি”রুদ্ধে মা’দক দ্রব্য আইনে মা’মলা হয়েছে।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে