রাজশাহীর বাগমারায় ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছড়ানোর জন্য ৫০০ ও ১০০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট তৈরি করছিলেন দুই যুবক। জাল টাকা তৈরির সময় তাদেরকে হাতেনাতে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
রবিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক লক্ষ এক হাজার ৫শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন,বাগমারা উপজেলার গোয়াল পাড়ার আফজাল হোসেনের ছেলে ইমাম হাসান (২০) ও ভবানীগঞ্জ পৌরসভার সূর্য পাড়ার সাইফুল ইসলামের ছেলে শিহাব ইসলাম (২১)।
সোমবার সকালে রাজশাহী-৫ র্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এ সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করে। পরে এক লক্ষ এক হাজার ৫০০ টাকার জাল নোটসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এবং জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন ঈদ উপলক্ষে বাজারে এই জাল নোট ছড়াতে চেয়েছিল তারা।
জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদেরকে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।