৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

বান্দরবানে শুরু হল ৪ দিন ব্যাপী জয়িতা মেলা।

 রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি। সমকাল নিউজ ২৪

বান্দরবানে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হল ৪ দিন ব্যাপী জয়িতা মেলা। বৃহষ্পতিবার বিকালে মেলা উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল কালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াছির আরাফাত, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচী পরিচালক পারভিন সুলতানা, বান্দরবান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ৪ দিন ব্যাপী এই জয়িতা মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে নারী উদ্যোক্তাদের উৎপাদিত হস্তশিল্প পণ্য নিয়ে প্রায় ২৫টি স্টল বসেছে।

 

এদিকে মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন, মহিলারা কোন অংশেই পিছিয়ে নেই। তারা ঘরে বসে বিভিন্ন ধরনের হস্ত শিল্প তৈরী করতেছে। তাদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। তাদেরকে আরো উৎসাহিত করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। পরে তিনি মেলার সব স্টল পরিদর্শন করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বান্দরবান বিভাগের সর্বশেষ
বান্দরবান বিভাগের আলোচিত
ওপরে