ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পটুয়াখালী জেলার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন ধ্রুবতারা জেলা শাখার নেতৃবৃন্দেরা।
একশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বুধবার সকালে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু, মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো হাসান আলীসহ আরও অনেকে।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং তারাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।




 
	


























