২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
কোম্পানীগঞ্জে মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে... পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬... ঢাকায় আটক হলেন যশোর আওয়ামী লীগ নেতা শাহারুল চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত চাঁদপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ যুবক-যুবতী আটক

মতলবে ছাত্র জনতার বিক্ষোভের মুখে  অধ্যক্ষের পদত্যাগ 

 কাজী নজরুল ইসলাম চাঁদপুরঃ সমকাল নিউজ ২৪

স্থানীয় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন  চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক।

বৃহস্পতিবার  ১৫ আগষ্ট রাত আটটার দিকে কলেজের নিজ কার্যালয়ে একজন জ্যেষ্ঠ শিক্ষকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নিজের ফেসবুক আইডিতে নানা নেতিবাচক মন্তব্যের কারণে শিক্ষার্থীরা তাঁর ওপর ক্ষুব্ধ হন।

এর জেরে চাপের মুখে পদত্যাগ করেন তিনি।স্থানীয় লোকজন ও কলেজ সূত্র জানায়, এম এ মালেক ২০০৯ সালে ওই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের হয়ে সক্রিয়ভাবে রাজনীতি করতেন। সম্প্রতি কোটা ও সরকারবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার আন্দোলন নিয়ে তিনি ফেসবুকে নানা নেতিবাচক মন্তব্য করে স্ট্যাটাস দেন। এতে তাঁর ওপর ক্ষুব্ধ হন কলেজটির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েক দিন ধরে কলেজটির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন তাঁর পদত্যাগের দাবিতে কলেজ এলাকায় বেশ কয়েকবার বিক্ষোভ মিছিল বের করেন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে