চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ শাহ আলী রেজা আশরাফীর যোগদান উপলক্ষে বুধবার ১৬ ই নভেম্বর বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হল রুমে আয়োজিত বরণ অনুষ্ঠানে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার।
মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন এ সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন মতলব রয়মনেননেছা ডিগ্রী কলেজে এর অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃমাহবুবুর রহমান, মুন্সির হাট কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন মৃধা, ঘোড়াধারী মাদ্রাসার সুপার মৌলানা মোঃআলমগীর হোসেন, মতলবগন্জ জে বি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু বক্কর সিদ্দিক, নওগাঁ উ’বি র প্রধান শিক্ষক মোঃ শিব্বির আহমেদ, মাধ্যমিক একাডেমির সুপার ভাইজার আছিয়া আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোজাহের হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগন উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষে উপজেলার সাধারণ সম্পাদক সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান ( মতলব জেবি বালিকা উচ্চ বিদ্যালয়)।




 
	
























