১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

মতলবে বিরাট গরু ছাগলের হাটের শুভ উদ্বোধন

 কাজী নজরুল ইসলাম চাঁদপুরঃ সমকাল নিউজ ২৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ঠেটালীয়া শাহ সোলেমান ( লেংটা বাবা) ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) এর বিপরীত পাশে নদীর পাড় স্বাস্থ্য সম্মত এলাকায় সাপ্তাহিক সোমবার বিরাট গরু, ছাগলের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার ১০ নভেম্বর সকালে এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় | মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও হাটে গরু ছাগল বিক্রি করতে ও কিনতে আসা বহু লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনীর প্রথম দিন সোমবার হাটে গরু ছাগল বেচা -কেনা করতে কৃষক ও খামারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়৷। পাশাপাশি এই মনোরম পরিবেশে গড়ে তোলা গরু,ছাগলের হাটে উৎসুক জনতার ভীড় চোখে পড়ার মতো। সড়ক ও নদীপথে ক্রেতা – বিক্রেতাদের গরু, ছাগল নিয়ে যাতায়াতে ও নিরাপদ থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে | জেলার এই বৃহত্তম হাটটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও নিরাপদ লেনদেনে বিকাশ করন ব্যবস্থা রয়েছে।

 

স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে এই বিরাট গরু-ছাগল মহিষের হাটটির উদ্যোক্তা এলাকার বিশিষ্ট সমাজসেবক ও রেমিট্যান্স যোদ্ধা মোঃ লিয়াকত আলি প্রধান বলেন, সাপ্তাহিক প্রতি সোমবার গরুও ছাগলের হাট বসবে। আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। ক্রেতা বিক্রেতা গনকে নিরাপদে ও নির্বিঘ্নে এ বাজারে গরু -ছাগল এনে হাটের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে ও সফল ভাবে ব্যবসা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে