
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
শুক্রবার ৭ নভেম্বর জেলার মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর আওতায় এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা এবং জৈনপুর পরিবহনের বাস কাউন্টার অন্যত্র সরিয়ে নেওয়ার শর্তে ও অবৈধ গাড়ি পার্কিংসহ অন্যান্য অপরাধে কাউন্টার মালিককে ১০ হাজার টাকা সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের ও নারায়ণপুর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আশরাফ প্রধান এ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকারী মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, “জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”






























