১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার

 কাজী নজরুল ইসলাম চাঁদপুরঃ সমকাল নিউজ ২৪

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনায় ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১২শ কেজি জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ। সোমবার ১০ নভেম্বর রাত ১টা থেকে ৪টা পযর্ন্ত মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মেশারফ হোসেন।

 

বরিশাল থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-৪ ও মিতালী-৪ থেকে মোট ১২শ কেজি জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

 

মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাতীয় সম্পদ ইলিশকে টিকিয়ে রাখতে জাটকা সংরক্ষণ অপরিহার্য। আমরা নিয়মিতভাবে রাত ও দিনে অভিযান চালাচ্ছি, যাতে কোনোভাবেই নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, পরিবহন বা বিক্রি করা না যায়। সাধারণ মানুষ এবং পরিবহন মালিকদের সচেতন হতে হবে, কারণ এই অভিযানের মূল উদ্দেশ্য শাস্তি নয় সম্পদ রক্ষা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে